জামালপুরে ৪ ইটভাটাকে ২৪ লাখ টাকা জরিমানা
জামালপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারটি ইটভাটার মালিককে ২৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত জামালপুরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব সুলতানা সালেহা সুমি। সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
জানা গেছে, দীর্ঘদিন থেকে কয়েকটি ভাটা জামালপুরে সরকারি নিবন্ধন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ইট পুড়িয়ে আসছিল। সরকারি নিবন্ধন না থাকা ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকার জন্য সোমবার দুপুরে পরিবেশ অধিদপ্তর এসব ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা অমান্য করার কারণে সদর উপজেলার ডাকপাড়া মেসার্স স্টার ব্রিকসের মালিককে ৬ লাখ টাকা, বিলপাড়া মেসার্স রুপালি ব্রিকসের মালিককে ৬ লাখ টাকা, জঙ্গলপাড়া বোডঘর এলাকার মেসার্স কিং ব্রিকসের মালিককে ৬ লাখ ও একই এলাকার মেসার্স স্টার ওয়ান ব্রিকসের মালিককে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পানি দিয়ে আগুন নিভিয়ে ভেকু দিয়ে এসব ভাটাগুলো ধ্বংস করা হয়।
জামালপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সুকুমার সাহা জানান, সরকারি নিয়ম ভঙ্গ করে ও পরিবেশের ক্ষতি করে এসব ইটভাটা ইট তৈরি করছিল। চারটি ভাটায় অভিযান চালিয়ে ভাটার মালিকদেরকে ২৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ইটভাটাগুলোকে ইট তৈরি বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
পরিবেশ অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব সুলতানা সালেহা সুমি জানান, পরিবেশ অধিদপ্তরের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে জামালপুরে আজ অভিযান পরিচালনা করা হয়েছে। যে ভাটাগুলোতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই এমন চারটি ভাটাকে ৬ লাখ করে মোট ২৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তাদের বিরুদ্ধে কর ফাঁকি দেওয়াসহ নানা ধরনের অভিযোগ রয়েছে।
মুত্তাছিম বিল্লাহ/আরএআর