পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৭টি ফেরির মধ্যে ১৩টি ফেরি দিয়ে যানবাহন ও সাধারণ যাত্রী পারাপার করা হচ্ছে। তবে যান্ত্রিক ত্রুটির কারণে চারটি ফেরি বিকল হয়ে ভাসমান কারখানা মধুমতীতে মেরামতরত রয়েছে।

শুক্রবার (২৮ মে) বেলা ১১টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) পাটুরিয়া ফেরিঘাটের সহকারী ব্যস্থাপক (বাণিজ্য) মহীউদ্দীন রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, পাটুরিয়া-দৌলতদিয়ায় ছোট-বড় ১৭টি ফেরি রয়েছে। এর মধ্যে শাহ জালাল, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান নামের দুটি রো রো ও ঢাকা ও মাধবীলতা নামের দুটি ইউটিলিটি ফেরিতে যান্ত্রিক ত্রুটি থাকায় ভাসমান কারখানা মধুমতীতে মেরামতে রয়েছে।

পাটুরিয়া ঘাট ট্রাক টার্মিনালে ৩৫০ সাধারণ পণ্যবাহী ট্রাক, প্রায় ৮০টি পরিবহন বাস নৌপথ পারাপারে অপেক্ষায় রয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে পরিবহন বাস ও ছোট গাড়ি পারাপার করা হচ্ছে বলে জানান তিনি।

এদিকে পদ্মা যমুনা নদীতে পানি বৃদ্ধিতে আরিচা ঘাটের পন্টুনের র‌্যাম পানিতে তলিয়ে গেছে। বৃহস্পতিবার (২৭ মে) সন্ধ্যা থেকে বন্ধ রয়েছে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল।

আরিচা-কাজিরহাট নৌপথের ম্যানেজার আবু আব্দুল্লাহ এ তথ্য নিশ্চিত করে বলেন, নদীতে পানি বৃদ্ধির কারণে ঘাট পন্টুনের র্যাম তলিয়ে যাচ্ছে। তবে র‌্যাম ওপরে তোলার কাজ চলছে। আরিচা ফেরিঘাট চালু হতে ঘণ্টাখানেক সময় লাগবে বলে জানান তিনি।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ কবির বরেন, আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকায় সাধারণ পণ্যবাহী ট্রাক ঘাট পারাপারের অপেক্ষায় রয়েছে। উথুলী সংযোগ মোড় থেকে আরিচাঘাটমুখী আড়াইশ পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি রয়েছে বলে জানান তিনি।

এর আগে ঘূর্ণিঝড় ইয়াসের কারণে তিন দিন বন্ধ থাকার পরে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজির হাট নৌপথে যত্রীবাহী লঞ্চ চলাচল শুরু হয়েছে

সোহেল হোসেন/এনএ