শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাজন আর প্রতিশোধের : মামুনুল হক
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতি করেছেন। তার রাজনীতি ছিল দুটি মূলনীতির ওপর। শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি। তার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি। তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন বাংলাদেশ রাষ্ট্রের কাছ থেকে। তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন বাংলাদেশের জনগণের কাছ থেকে। শেষ পর্যন্ত তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন তার দল আওয়ামী লীগের কাছ থেকে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে খেলাফত মজলিসের কুমিল্লা মহানগরীর গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
মামুনুল হক বলেন, আপনারা অনেকেই আশ্চর্য হবেন। কিন্তু বিবেকবান মানুষ চিন্তা করলে দিবালকের ন্যায় পরিষ্কার হয়ে যায়, জুলাই-আগস্টের এই বিপ্লবের পর শেখ হাসিনা আওয়ামী লীগকে এমন এক জায়গায় দাঁড় করিয়ে দিয়ে গিয়েছেন, ১০০ বছরেও আওয়ামী লীগের নাম উচ্চারণ করা লজ্জার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা জানতেন তার ক্ষমতার মসনদ টিকবে না। বিভিন্ন গোয়েন্দা সংস্থা, এমনকি পার্শ্ববর্তী রাষ্ট্র, যাদের সেবাদাসী হিসেবে শেখ হাসিনা তাদের করদ রাজ্যে পরিণত করতে চেষ্টা চালিয়েছিলেন তাদের পক্ষ থেকে শেখ হাসিনাকে আভাস দেওয়া হয়েছিল- তোমার ক্ষমতা টিকবে না। এই আভাস পাওয়ার পর শেখ হাসিনা কী করেছেন? আওয়ামী লীগের নেতাকর্মীদের কথা চিন্তা করেন নাই। যুবলীগের-ছাত্রলীগের নেতাকর্মীদের কথা চিন্তা করেন নাই। তিনি চিন্তা করেছেন শুধুমাত্র তার পরিবারের কথা। নিজের ছেলেমেয়েকে আগেই দেশের বাইরে সেটেল করেছেন। নিজের পরিবারের প্রতিটি সদস্যকে দেশের বাইরে নিরাপদে পাঠিয়ে দিয়েছেন। লাখ লাখ কোটি টাকা আগেই পাচার করার পর অবশিষ্ট সময়টুকু পাওয়ার পর ১৪টি লাগেজ তিনি গুজিয়েছেন। তার একটি বোন ছিল, সেই বোনকে বগলদাবা করে ১৪টি লাগেজ নিয়ে ৫ আগস্ট দুপুরে তিনি হেলিকপ্টার দিয়ে তার পরম আপনজনদের কোলে গিয়ে আশ্রয় নিয়েছেন।
বিজ্ঞাপন
খেলাফত মজলিসের কুমিল্লা মহানগরীর আমির মাওলানা সৈয়দ আব্দুল কাদের জামালের সভাপতিত্বে গণসমাবেশে খেলাফত মজলিসের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।
আরিফ আজগর/আরএআর