খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদল। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা ছাত্রদলের আয়োজনে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয় মশাল মিছিলটি। 

তারপর উপজেলা সড়ক ও রতনদিয়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন কালুখালী উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জামাল খান, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সূর্য, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সী মাসুদ রানা, দপ্তর সম্পাদক মনোয়ার হোসেন রবিন, কালুখালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ইমন খন্দকার, সাধারণ সম্পাদক আসিফ মণ্ডল।

বিক্ষোভ সমাবেশস্থল স্লোগানে মুখরিত হয়ে ওঠে। বক্তারা কুয়েটে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

ছাত্র দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের অংশগ্রহণ মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মীর সামসুজ্জামান সৌরভ/এসএমডব্লিউ