বিনামূল্যে বিতরণের বই পাচারকালে আটক ২
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পাচারকালে মাধ্যমিকের বিভিন্ন শ্রেণির প্রায় এক ট্রাকভর্তি বই জব্দ করেছে পুলিশ। এ সময় দুইজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) দিবাগত রাতে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উপজেলার ঘোষগাঁও এলাকার মৃত হেমন্ত মোদকের ছেলে অমৃত মোদক (৫৬) ও রামেরকুড়া এলাকার মৃত গোলাপ হোসেনের ছেলে মো. সেলিম মিয়া (৫২)।
বিজ্ঞাপন
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান ঢাকা পোস্টকে জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে ঝিনাইগাতী বাজার এলাকা থেকে একটি ট্রাকভর্তি মাধ্যমিকের বিভিন্ন শ্রেণির প্রায় ৩ হাজার ৭০০ কেজি ওজনের বই জব্দ করা হয়েছে। এর সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়েছে।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান বলেন, শিক্ষা বিভাগে বই আসার পর সেগুলো চাহিদা অনুয়ায়ী নির্ধারিত শিক্ষা প্রতিষ্ঠানে সরবরাহ করা হয়। যদি এসব বই কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিক্রি করা হয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ বলেন, এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাদী হয়ে থানায় মামলা করেছেন।
জাহিদুল খান সৌরভ/আরএআর