বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে দ্রুত সংস্কার শেষে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা, রোডম্যাপ প্রণয়ন করা। কিন্তু এ সরকার তাতে ব্যর্থ হচ্ছে।

তিনি আরও বলেন, বিগত পতিত স্বৈরাচারের দোসররা সব স্থানেই আছে। এ সরকারের ব্যর্থতাকে কাজে লাগিয়ে তাদের গভীর দুরভিসন্ধি থাকতে পারে। পতিত স্বৈরাচাররা বিভিন্ন অপকর্ম ছড়িয়ে সরকারের ব্যর্থতাকে জনগণের মাঝে তুলে ধরতে বিভিন্ন কর্মসূচি দিচ্ছে। ছিনতাই-রাহাজানিসহ মানুষের ওপর চোরাগোপ্তা হামলা চালানো হচ্ছে। তারা দুরভিসন্ধিসহ বিভিন্ন চক্রান্ত-ষড়যন্ত্র করছে। তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে শহরের একটি চাইনিজ রেস্তোরাঁয় লক্ষ্মীপুর কেয়ার এডুকেশন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব তিনি এসব বলেন।

খায়ের ভূঁইয়া বলেন, সম্প্রতি গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর বলেছে, ‘আমরা যদি সুখে না থাকি, তাহলে ঢাকার লোক কীভাবে ঘুমাবে?’ তাকে তো আইনের আওতায় এনে দ্রুত বিচারের ব্যবস্থা করা হয়নি। যারা এ সমস্ত অপকর্মের সঙ্গে জড়িত, দেশকে অস্থিতিশীল করতে একটি বড় সিন্ডিকেট রয়েছে। তারা দেশের ভেতরে ও দেশের বাইরে অবস্থান করছে। এরা ১০-১২ দিন পর আরেক আইটেম শুরু করবে। এজন্য আমরা একটি নির্বাচিত সরকার চাচ্ছি। নির্বাচিত সরকারের পক্ষে সকল কিছু সামাল দেওয়া সম্ভব যা অন্য কারও পক্ষে সম্ভব না। যখন নির্বাচনের তারিখ ঘোষণা ও রোডম্যাপ দেওয়া হবে, তখনই অপকর্ম বন্ধ হয়ে যাবে।

কেয়ার এডুকেশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা (পশ্চিম) বিএনপির যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন চৌধুরী, ফখরুল ইসলাম স্বপন, কেয়ার এডুকেশন সোসাইটির পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের মাইজদী শাখা ম্যানেজার মোহাম্মদ বাহার উদ্দিনও জেলা তাঁতী দলের আহ্বায়ক মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরী প্রমুখ।

হাসান মাহমুদ শাকিল/এমজেইউ