বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শেরপুর জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের দফতর সম্পাদক আজিজুর হক আজিজ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক সিদ্ধান্ত অনুযায়ী ২০০৩ সালে গঠিত হওয়ায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শেরপুর জেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু এই নির্দেশনা প্রদান করেন। সেইসঙ্গে শেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান ও গতিশীল করতে শিগগিরই নতুন কমিটি গঠন করা হবে।

উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী মেয়াদোত্তীর্ণ হওয়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মানিকগঞ্জ (২০০৪ সালে গঠিত), শেরপুর (২০০৩ সালে গঠিত), পিরোজপুর (২০০৪ সালে গঠিত), চাঁপাইনবাবগঞ্জ (২০০৫ সালে গঠিত) ও নাটোর (২০০১ সালে গঠিত) জেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু এই নির্দেশনা দেন। 

জাহিদুল খান সৌরভ/এসপি