মনোহরদী কলেজ মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফাইনালের উদ্বোধন করছেন শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বর্তমান সরকার পাঠ্যপুস্তকের শিক্ষার পাশাপাশি তরুণদের জীবনমান ও বুদ্ধিমত্তা উন্নয়নে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার পরিবেশ সৃষ্টিতে কাজ করছে। রোববার (৩০ মে) দুপুরে নরসিংদীর মনোহরদী সরকারি কলেজ মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপের ফাইনালের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফাইনালে কৃষ্ণপূর ইউনিয়ন মনোহরদী পৌরসভার কাছে ১-০ গোলে পরাজিত হয়। খেলা শেষে বিজয়ী দলের মধ্যে পুরস্কার তুলে দেন শিল্পমন্ত্রীসহ আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম কাশেম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু প্রিয়াশিষ রায়, মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজন প্রমুখ। তারা সবাই খেলাধুলার গুরুত্বের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আরও বলেন, খেলাধুলা শিশুদের সুপ্ত মেধা বিকাশে সাহায্য করে। শিশুদের শারীরিক ও মানসিক চিন্তা-চেতনা, বুদ্ধিমত্তা বিকাশের অন্যতম মাধ্যম এই খেলাধুলা। বঙ্গবন্ধু ছিলেন খেলাপ্রেমী, বর্তমান প্রধানমন্ত্রীও তাই। বিশেষ করে ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হলে এ রকম গোল্ডকাপ আয়োজনের বিকল্প নেই।

রাকিবুল ইসলাম/এমএসআর