বাঁধের দাবি তোলায় ২ যুবককে মারধর, ফুঁসে উঠেছেন স্বেচ্ছাসেবকরা
সাতক্ষীরা উপকূলে টেকসই বাঁধ নির্মাণে দাবি জানিয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমানের হামলার শিকার হয়েছেন স্বেচ্ছাসেবক শাহিন বিল্লাহ ও ইয়াছির আরাফাত। হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন সাতক্ষীরার স্বেচ্ছাসেবকরা।
রোববার (৩০ মে) সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বেলা ১১টায় হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন তারা। জেলা সম্মিলিত সামাজিক সংগঠন জোটের আহ্বায়ক গাজী আসাদের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
মঈনুল আমিন মিঠুর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন দ্য এডিটরসের ডেপুটি এডিটর হারুনুর রশিদ, নাগরিক আন্দোলন মঞ্চের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুম, ভালোবাসার মঞ্চের সভাপতি আকরামুল ইসলাম, সাতক্ষীরা স্টুডেন্টস সোসাইটির শাকিল হোসেন, ভিডিবি সাতক্ষীরার হোসেন আলী, আমরাবন্ধু ফাহাদ হোসেন, তোহা খান ও সাকিব হোসেন প্রমুখ।
বিজ্ঞাপন
বক্তারা বলেন, উপকূলে টেকসই বেড়িবাঁধ হোক জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ড সেটি চায় না। তারা উপকূলের মানুষদের নিয়ে ব্যবসায় লিপ্ত রয়েছেন। বেড়িবাঁধ ভাঙলে তাদের বাণিজ্য হয়। তারা চায় না টেকসই বাঁধ নির্মাণ হোক। উপকূলের ভাঙনকবলিত বাঁধে প্রতীকী লাশ হয়ে অবস্থান কর্মসূচি পালন করায় স্বেচ্ছাসেবক শাহিন বিল্লাহ ও ইয়াছির আরাফাতকে মারধর করা হয়েছে। এটি থেকেই প্রমাণ হয় তারা বাঁধ নির্মাণ চায় না।
বক্তারা আরও বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে। না হলে জেলার স্বেচ্ছাসেবকরা এক হয়ে আন্দোলন চালিয়ে যাবে। শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান ও পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী আলমগীর কবিরকে শাস্তির আওতায় আনতে হবে।
এদিকে, একই দাবিতে সাতক্ষীরার তালা ডাকবাংলোর সামনে পৃথক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন আমরাবন্ধু সংগঠন, গ্রীনম্যান ও তালা ব্ল্যাড ব্যাংকের স্বেচ্ছাসেবকরা।
উল্লেখ্য, শনিবার সকাল সাড়ে ৭টা ও বেলা সাড়ে ১২টার দিকে শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে বাঁধের ওপর সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী স্বেচ্ছাসেবক শাহিন বিল্লাহ ও ইয়াছির আরাফাতের ওপর হামলা করে চেয়ারম্যান আতাউর রহমান।
আকরামুল ইসলাম/এমএসআর