প্রতীকী ছবি

চাঁদপুরের কচুয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে কচুয়া পৌরসভাধীন কড়ইয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাছান (৫) কড়ইয়া গ্রামের অটোরিকশা চালক আলমের ছেলে ও জাবেদ (৫) মাসুদ বাবুর্চির ছেলে।

নিহতদের পরিবার জানায়, দুপুরের দিকে জাবেদ তার সহপাঠীদের সঙ্গে খেলতে যায়। প্রায় ২ঘণ্টা তাদের কোনো খোঁজ ছিল না। একপর্যায়ে দুপুর ২টায় পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে গিয়ে তাদের দুজনকে পানিতে ভেসে উঠতে দেখেন মেহেদী হাছানের ফুফু। এমন দৃশ্যে তিনি চিৎকার করতে থাকেন। তখন আশপাশের লোকজন আমাদের খবর দিলে দ্রুত উদ্ধার করা হয়। এর মধ্যে দেখি জাবেদ মৃত্যুবরণ করেছে। আর হাছানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ বিষয়ে আমাদের কোনো অভিযোগ নেই।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার জাহিদ হোসাইন বলেন, পানিতে ডুবে যাওয়া মেহেদী হাছান নামে এক শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে হাসপাতালে আসার আগেই শিশুটির মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, তাদের পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহগুলো দাফন করা হয়েছে।

আনোয়ারুল হক/এএমকে