দৌলতদিয়ায় চুরি-ছিনতাইয়ের মূল হোতা গ্রেপ্তার
রাজবাড়ীর দৌলতদিয়া পতিতা পল্লী থেকে ৭৫ পুরিয়া হেরোইনসহ মো. আজগর শেখ (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ মার্চ) ভোরে সাড়ে ৬টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আজগর শেখ জেলার গোয়ালন্দ উপজেলার সোহরাব মন্ডল পাড়া গ্রামের মৃত কুটি শেখের ছেলে।
বিজ্ঞাপন
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ দৌলতদিয়া পতিতা পল্লীর ভেতরে অভিযান চালিয়ে ৭৫ পুরিয়া হেরোইনসহ আজগর শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আজগর শেখ দৌলতদিয়া নৌপথে চুরি ও ছিনতাইয়ের মূল হোতা। এ ছাড়া তিনি নৌপথে জুয়াড়ুদেরও মূলহোতা ছিলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, গ্রেপ্তার আজগর শেখের বিরুদ্ধে মাদক, চুরি, ছিনতাই, ডাকাতির প্রস্তুতিসহ মোট সাতটি মামলা রয়েছে। তাকে হেরোইনসহ গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
মীর সামসুজ্জামান সৌরভ/এএমকে