সিলেট নগরের আম্বরখানা মনিপুরিপাড়ার একটি তিন তলা ভবনের গার্ড ওয়াল পুকুরে ধসে গেছে। সোমবার (৩১ মে) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটেছে। এতে আতঙ্কে রয়েছেন ভবনটির বাসিন্দারা। 

স্থানীয়দের ধারণা, গত শনিবার ও রোববারের ভূমিকম্পের কারণে পুকুর পাড়ের ওয়ালটি ধসে গেছে। ভূমিকম্পের কারণে পুকুর পাড়ের দেয়ালটি নরম হয় আর রোববার সকাল থেকে টানা বর্ষণের কারণে এটি ভেঙে পড়ে গেছে বলে জানান তারা।

সোমবার (৩১ মে) বিকেল ৫টায় গিয়ে দেখা যায় উৎসুক জনতা ও স্থানীয়রা বাইরে বেরিয়ে এ বিষয়ে আলাপ করছেন। পাশাপাশি ছয়জন শ্রমিক সেখানে বাঁশ দিয়ে পুকুর পাড়ের মাটি ধস রক্ষার জন্য বাঁধ তৈরি করছেন। তবে ভবনের বাসিন্দাদেরকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। 

ভবনটির মালিক রঞ্জন সিংহ রাজিব জানান, বিকেল ৩টার দিকে পুকুর পাড়টি ধসে যায়। তারপর সেখানের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। পুকুর পাড়টি ধসে যাওয়ার কারণে ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। 

মনিপুরিপাড়ার বাসিন্দা সজল বলেন, ঘটনার পর সিলেট সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী ও প্রকৌশলীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পর্যবেক্ষণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তারা।

সিলেট নগরের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ভূমিকম্প বা বৃষ্টি কোন কারণে পাড়টি ধসে গেছে তা এখনই বলা যাচ্ছে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে।

তুহিন আহমদ/এমএএস