সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় হামলা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় হামলা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। রোববার (০৩ জানুয়ারি) দুপুরে জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে এ ঘটনা ঘটে।

দল থেকে সম্প্রতি বহিষ্কৃত কয়েকজন নেতার নেতৃত্বে প্রায় দেড়শ নেতাকর্মী এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহারিয়া খান বিপ্লব।

তিনি বলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ফজলুল হক রানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেন উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের কয়েকজন নেতা। এজন্য দল থেকে ১৬ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়।

সাহারিয়া খান বিপ্লব বলেন, বহিষ্কৃত এসব নেতাদের রোববার অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ডাকা হয়নি। এ কারণে ভাড়াটে লোকজন নিয়ে সভায় হামলা করেছেন। তাদের ঠেকাতে গিয়ে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে।

নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সম্প্রতি ওই ইউনিয়নের বরখাস্ত হওয়া চেয়ারম্যান তরিকুল ইসলাম নয়ন বলেন, উপজেলা আওয়ামী লীগ অনিয়মতান্ত্রিকভাবে দল থেকে আমাদের বরখাস্ত করেছেন। কিন্তু এক বছর অতিবাহিত হলেও এ সংক্রান্ত কোনো কাগজপত্র পাইনি আমরা। রোববারের বর্ধিত সভায় আমাদের ডাকা হয়নি। এ কারণে সভাস্থলে নেতাকর্মী নিয়ে যাই। সেখানে কথা কাটাকাটি ও হাতাহাতি হয় আমাদের।

সাদুল্লাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সভাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এএম