পাবনায় অবৈধভাবে বালু তোলায় জরিমানা
যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
পাবনার বেড়া উপজেলায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু তোলার দায়ে চারজনকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৫ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসিফ আনাম সিদ্দিকী ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব হাসান যমুনা নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা যায়, উপজেলার কাজিরহাট নটাখোলা, রাখসা এলাকায় যমুনা নদীর তীররক্ষা বাঁধের কোল ঘেঁষে ড্রেজার বসিয়ে বালু তুলছে ক্ষমতাশালী একটি মহল। নদী থেকে বালু তোলার ফলে যমুনা নদীর তীররক্ষা বাঁধ ক্ষতিগ্রস্থ হচ্ছে— এমন সংবাদে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত।
বিজ্ঞাপন
এদিকে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে সটকে পরেন বালু দস্যুরা। এ সময় কাজিরহাট ঘাট এলাকার পার্শ্ববর্তী স্থানে যমুনা নদীর তীররক্ষা বাঁধের উপরে থাকা বালু তোলার পাইপ অপসারণ করা হয় এবং খননযন্ত্র অকেজ করতে কিছু যন্ত্রাংশ জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।
আটক ৪ জনকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। পরে তারা জরিমানার ৫০ হাজার টাকা পরিশোধ করে মুক্তি পান।
বিজ্ঞাপন
ইউএনও আসিফ আনাম সিদ্দিকী বলেন, বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আমি একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছি। এদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। যেভাবেই হোক অবৈধ বালু উত্তোলন বন্ধ করা হবে।
এমএসআর