পুত্রবধূর নির্যাতনে নদীতে ঝাঁপ দিলেন শাশুড়ি
চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কের চাঁদপুর সেতুর ওপর থেকে নয়ন (৪৫) নামে এক নারী ডাকাতিয়া নদীতে ঝাঁপ দিয়েছেন। সোমবার (৩১ মে) দুপুরে স্থানীয়রা তাকে জীবিত অবস্থায় উদ্ধার করেন। তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নয়ন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রাঘই গ্রামের মৃত মোহাম্মদ আলী কালুর স্ত্রী। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
স্থানীয় দুই যুবক হৃদয় ও রহিম বলেন, আমরা নদীর উত্তর পাড়ে ছিলাম। হঠাৎ দেখি নদীর দক্ষিণ পাড়ের কাছাকাছি সেতুর ওপর থেকে এক নারী নদীতে লাফিয়ে পড়লেন। এ সময় পাঠানবাড়ির কাছে থাকা বালুর জাহাজের স্টাফরা নদীতে ঝাঁপিয়ে পড়ে ওই নারীকে উদ্ধার করেন। পরে আমরা পুলিশে খবর দিলে পুলিশ এসে তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন নয়ন বলেন, আমার ছোট ছেলের বউ আমাকে সব সময় মারধর করে। আমাকে ঠিকমতো খেতে দেয় না। তাই কষ্ট নিয়ে শাহরাস্তি থেকে চাঁদপুর শহরে চলে আসি। এমন কষ্ট নিয়ে আর বাঁচতে চাই না, তাই সেতুর ওপর থেকে নদীতে ঝাঁপ দিয়েছি।
বিজ্ঞাপন
চাঁদপুর মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান জানান, পাঁচ ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর ওই নারীর জ্ঞান ফিরেছে। তিনি পুরোপুরি সুস্থ হলে এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
শরিফুল ইসলাম/আরএআর/জেএস
বিজ্ঞাপন