হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

চাঁদপুরের হাজীগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে ছিদ্দিকুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় বৃদ্ধকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী সালেহা বেগম (৫৫) ও নাতি মেহেদি হাছান (২৪) গুরুতর আহত হন। মঙ্গলবার (১ জুন) দুপুরে উপজেলার কালোচো উত্তর ইউনিয়নের ছিলাচো গ্রামের নেয়াজউদ্দিন মিজি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

কালোচো উত্তর ইউপি চেয়ারম্যান মানিক হোসেন জানান, ২টি বিল্ডিংয়ের মাঝে ঝুলে থাকা বিদ্যুতের তারে বৃদ্ধ ছিদ্দিকুর রহমান পেঁচিয়ে যান। এ সময় তার স্ত্রী সালেহা বেগম ও নাতি মেহেদি হাছান তাকে বাঁচাতে ছুটে যান। এতে ঘটনাস্থলে বৃদ্ধ ছিদ্দিকুর রহমান মৃত্যুবরণ করেন। স্ত্রী সালেহা বেগমের শরীরের বেশিরভাগ অংশই পুড়ে যায় ও নাতি আহত হয়।

স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে নাতি মেহেদি হাছানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং উন্নত চিকিৎসার জন্য বৃদ্ধা সালেহা বেগমকে কুমিল্লা হাসপাতালের বার্ন ইউনিটে রেফার করা হয়।

হাজীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, বিদ্যুৎস্পৃষ্টে এক বৃদ্ধ নিহত ও দুজন আহত হয়েছেন বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান আমাকে জানিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শরীফুল ইসলাম/এমএসআর