স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন, সমাবেশ ও প্রতীকী ক্লাস করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড় মসজিদ মার্কেটের সামনে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় জয়পুরহাট সরকারি কলেজের শিক্ষার্থী রিফাত রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসাদুজ্জামান চৌধুরী, রংপুর কারমাইকেল কলেজের শিক্ষার্থী রেহেনা পারভীন খুশি, জয়পুরহাট সরকারি কলেজের শিক্ষার্থী সোহান কাদির, সাইফুল ইসলাম, নাজমুল সাইদাদ, রাশেদ ইসলাম, জয়পুরহাট মেডিকেল টেকনোলজির শিক্ষার্থী আশরাফুল ইসলাম, স্নাতকে ভর্তিচ্ছু শিক্ষার্থী পাপ্পু হোসেন প্রমুখ। 

বক্তারা বলেন, দীর্ঘ এক বছর ধরে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সকল শিল্পকারখানা চললে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান কেন চলবে না? আমাদের শিক্ষা ও শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি তারা কোনো না কোনো মধ্যবিত্ত পরিবারের সন্তান। মা-বাবারা আমাদের মুখের দিকে তাকিয়ে আছেন। আমরা কবে পড়াশোনা শেষ করবো, কবে তাদের দায়িত্ব নিব, একটা ভালো চাকরি করব? কিন্তু শিক্ষামন্ত্রী তারিখের পর তারিখ দিয়ে যাচ্ছেন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কোনো নাম নেই। অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হোক। 

মানববন্ধন শেষে সেখানে আমদই ইউনাইটেড কলেজের আইসিটি বিভাগের শিক্ষক উৎপল দেবনাথ, শরীর চর্চা বিভাগের শিক্ষক সামিউল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক ওবায়দুল্লাহ মুসা প্রতীকী ক্লাস নেন।

চম্পক কুমার/আরএআর