মো. মাহবুবুর রহমান

ঠাকুরগাঁওয়ে নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান। সোমবার (৩১ মে) বিকেলে জনপ্রশাসন মন্ত্রাণালয়ের উপসচিব শাহীন আরা বেগম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

বর্তমান জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম বিসিএস প্রশাসন একাডেমির পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

সোমবার রাষ্ট্রপতি আদেশক্রমে পঞ্চগড়সহ ১২টি জেলায় নতুন জেলা প্রশাসক বদলির আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

নাহিদ রেজা/এনএ