আবদুল কাদের মির্জা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, আমার আত্মীয় অনেকেই আছে যারা ভালো না। আমার আত্মীয় হলেও তারা   এলাকায় সন্ত্রাস,  চাঁদাবাজি করে। যারা আওয়ামী লীগের পরিচয় এবং আমাদের পরিবারের পরিচয় দিয়ে অপকর্ম করে তারা নষ্ট ছেলে। আপনারা তাদের বিষ দাঁত ভেঙে দেবেন।

মঙ্গলবার (১ জুন) বিকেল ৪টায় কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ ও চা চক্র অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

কাদের মির্জা আরও বলেন, ওবায়দুল কাদের স্পষ্ট বলে দিয়েছেন তিনি কোনো আত্মীয় চেনেন না। তিনি কোনো আত্মীয়কে রাজনীতিতে আসতে বলেন নাই। তিনি শুধু রাজনীতির স্বীকৃতি দিয়েছেন আমাকে এবং আমাকে রাজনীতি করতে বলেছেন।

তিনি আরও বলেন, আমি চিকিৎসার জন্য আমেরিকা গেলে ১০ দিন থাকবো। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে সুস্থ করে আপনাদের মাঝে ফিরিয়ে আনেন।

রামপুর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু নাছের, সাধারণ সম্পাদক মো. ইউনুছ, বসুরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল খায়ের, জেলা ছাত্রলীগের সহসভাপতি তাশিক মির্জা কাদের, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক হামিদুল্লাহ হামিদ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক স্বপন মাহমুদ ও রামপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

হাসিব আল আমিন/আরএআর