সাতক্ষীরার ডিসি হলেন পরিকল্পনামন্ত্রীর একান্ত সচিব
পরিকল্পনামন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ হুমায়ুন কবিরকে সাতক্ষীরার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে আগের জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের উপ-সচিব পদে বদলি করা হয়েছে।
সোমবার (৩১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এস.এম মোস্তফা কামাল ২০১৮ সালের ৯ অক্টোবর সাতক্ষীরা জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। তিনি গোপালগঞ্জ জেলার বাসিন্দা।
বিজ্ঞাপন
সাতক্ষীরা শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদ, প্রাণ সায়ের খাল খননে ভূমিকা রাখাসহ মানবিক ও সামাজিক কাজে অংশগ্রহণের মধ্য দিয়ে আলোচিত প্রশংসিত ছিলেন সাতক্ষীরার এ জেলা প্রশাসক।
সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানজিল্লুর রহমান বলেন, ডিসি স্যার বদলি হয়েছে। স্যারকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের উপ-সচিব করা হয়েছে। নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে হুমায়ুন কবির স্যারকে। তিনি কবে যোগদান করবেন সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।
বিজ্ঞাপন
আকরামুল ইসলাম/এমএএস