আব্দুর রাজ্জাক

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ডাকাতির অভিযোগে আব্দুর রাজ্জাক (৪৩) নামে এক পৌর কাউন্সিলরকে গ্রেফতার করেছে হরিপুর থানা পুলিশ। মঙ্গলবার (০১ জুন) বিকেলে পৌরসভার ভান্ডারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।  

আব্দুর রাজ্জাক (৪৩) রাণীশংকৈল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ভান্ডারা গ্রামের বাসিন্দা। 

বিষয়টি নিশ্চিত করে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আওরঙ্গজেব বলেন, গত ১৯ মার্চ রাতে হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের নন্দগাঁও গ্রামে জাহিদুল ইসলাম নামে এক সার ও কীটনাশক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা ওই বাড়ি থেকে ৮ লাখ ৭৫ হাজার টাকাসহ মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতির সময় জাহিদুল ও তার পরিবারের লোকজন চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে আসে এবং ডাকাতরা পালিয়ে যায়। 

ডাকাতির ঘটনায় পর দিন সকালে জাহিদুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হরিপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগটি মামলা হিসেবে রুজু করা হয়েছে। 

তিনি আরও বলেন, অভিযোগ পাওয়ার পর জাহিদুল ইসলামের বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় একটি মুঠোফোন উদ্ধার করা হয়। ওই মুঠোফোনের সূত্র ধরে তদন্তে নামে পুলিশ। তদন্তকালে ডাকাতির সঙ্গে জড়িত তিন ব্যক্তিকে শনাক্ত করা হয়। পরে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে পৌর কাউন্সিলর আব্দুর রাজ্জাকের নাম বেরিয়ে আসে। এরপর ডাকাতির দিন রাজ্জাকের অবস্থানের বিষয়ে প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হওয়া যায়। তবে ঘটনার পর থেকে গা ঢাকা দেন কাউন্সিলর আব্দুর রাজ্জাক। 

ওসি বলেন, কাউন্সিলর রাজ্জাক আন্তঃজেলা মোটরসাইকেল চোর দলের প্রধান। তার নামে দেশের বিভিন্ন থানায় মোটরসাইকেল চুরির ৩৪টি মামলা রয়েছে। বিভিন্ন সময় তাকে গ্রেফতার করলেও জামিন পেয়ে তিনি আবার ডাকাতি ও চুরির সঙ্গে জড়িয়ে যান। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদুল ইসলামের বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন পৌর কাউন্সিলর আব্দুর রাজ্জাক। এ ছাড়া তার কাছ থেকে আরও কিছু গুরুত্বপুর্ণ তথ্য পাওয়া গেছে। 

তিনি বলেন, পৌর কাউন্সিলর আব্দুর রাজ্জাকের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে সন্ধ্যার আগে আদালতের মাধ্যমে পৌর কাউন্সিলর আব্দুর রাজ্জাককে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে। বুধবার তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে বলে জানান ওসি। 

নাহিদ রেজা/এসপি