পাসপোর্টসহ দালাল চক্রের ৭ সদস্য গ্রেফতার
কুমিল্লায় বিপুল পরিমাণ পাসপোর্ট, নগদ টাকা, নকল সিলমোহর, কম্পিউটার ও ল্যাপটপ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় পাসপোর্ট দালাল চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করা হয়।
র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের একটি দল মঙ্গলবার (১ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত নগরীর শাসনগাছা ও নোয়াপাড়া এলাকায় পৃথক এ অভিযান পরিচালনা করে।
বিজ্ঞাপন
গ্রেফতাররা হলো ব্রাহ্মণপাড়ার তেতাভূমি গ্রামের কানু মিয়ার ছেলে জসিম উদ্দিন (২৫), নোয়াপাড়ার জিন্নাহের ছেলে নিয়াজ মোর্শেদ পল্লব (২৩), মনোহরপুর এলাকার সতীশ চন্দ্র এর ছেলে রতন চন্দ্র (৩৮), শাসনগাছার আবুল কাশেমের ছেলে গোলাম সারোয়ার (৩৬), তিতাস উপজেলার বাতাকান্দি গ্রামের মৃত আব্দুস সামামের ছেলে শাহাবুদ্দিন (৫০), দেবিদ্বারের নুরুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম (৩০) ও কোতোয়ালির অলিপুর উত্তরপাড়ার কাজী আবু আল ফেরদৌস (৫৫)।
র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নগরীর শাসনগাছা ও নোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে দালালচক্রের সক্রিয় ৭ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের নিকট থেকে মোট ১০৩ পাসপোর্ট, ৩ লাখ ৭৭ হাজার ৮০০ টাকা, নকল সিলমোহর, কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ তারা সকলেই পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন ধরে পাসপোর্ট তৈরি করে দেওয়ার নাম করে ভুক্তভোগী লোকজনের নিকট থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিতেন। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এমএসআর