নাটোরের বনপাড়া পৌরসভার মেয়র জাকির হোসেনের ছোট ভাই উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিল্লুর হোসেন জিন্নাহর জন্মদিনে তার ভাতিজা কেএম শোভন অস্ত্র নিয়ে মোটরসাইকেলে ভ্রমণ করছেন এমন একটি ভিডিও ফেসবুকে পোস্ট করে চাচাকে শুভেচ্ছা জানিয়ে বিপাকে পড়ছেন।

মঙ্গলবার (০১ জুন) ‘ছাত্রলীগ নেতার জন্মদিনে ভাইরাল ভিডিওটি শর্টফিল্মের’ শিরোনামে অনলাইন নিউজপোর্টাল ঢাকা পোস্টে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। 

এ বিষয়ে শোভন ঢাকা পোস্টকে বলেন, এক বছর আগে বনপাড়া এলাকায় তারা নেতা নামে একটি শর্টফিল্ম নির্মাণ করে ইউটিউবে ছেড়েছেন। সেখানে একটি দৃশ্য ছিল, একজন মোটরসাইকেল চালাচ্ছে আর পেছনে একজন পিস্তল উঁচিয়ে মহড়া দিচ্ছে। আজ চাচার জন্মদিনে শুভেচ্ছা জানাতে এই দৃশ্যটি ফেসবুকে দিয়েছিলাম। এ নিয়ে এতো কিছু ঘটে যাবে তা তিনি বুঝতে পারেননি। তবে এ ধরনের কাজ করা তার উচিত হয়নি বলে ভুল স্বীকার করেন।

এদিকে বনপাড়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক কেএম জাকির হোসেন বলেন, পুলিশ সুপার মহোদয় তদন্ত করে সঠিক ঘটনা উদঘাটন করেছেন এবং সমাধান হয়েছে।

বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান বলেন, ঘটনা যাই ঘটুক, নাটকের দৃশ্য ব্যবহার করে জন্মদিনের শুভেচ্ছা জানানো ঠিক হয়নি। তার বুঝে শুনে এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা উচিত ছিল।

এদিকে কে এম জিল্লুর রহমান জিন্নাহ ঢাকা পোস্টকে বলেন, ২০২০ সালের ৪ অক্টোবর ১৬ মিনিট ৮ সেকেন্ডের একটি শর্টফিল্ম ইউটিউবে আপলোড করা হয়। সেখান থেকে ১৫ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপস আমাকে জন্মদিনে সারপ্রাইজ হিসেবে ভাতিজা শোভন ফেসবুকে পোস্ট করে। এটাকেই কেউ কেউ রং মাখিয়ে সত্যিকারের ঘটনা বলে অপপ্রচার চালাচ্ছে। 

তিনি আরও বলেন, কেএমভি মাল্টিমিডিয়ার প্রযোজনায় আব্দুল আউয়ালের পরিচালনায় নিতান্তই শখের বসে ‘নেতা’ নামে একটি শর্টফিল্মে তিনি ও তার ভাতিজা শোভনসহ অনেকেই বিভিন্ন চরিত্রে অভিনয় করেন। 

পুলিশ সুপার লিটন কুমার সাহা ঢাকা পোস্টকে বলেন, ইউটিউবের জন্য নির্মিত একটি শর্টফিল্মে অভিনয় করেন জিন্নাহ ও শোভন। সেখান থেকে ১৬ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করেন শোভন।

তিনি আরও বলেন, পুরো শর্টফিল্মটি ফেসবুকে পোস্ট করলে কোনো সমস্যা হতো না। শুধু অস্ত্র উঁচিয়ে মোটরসাইকেলে যাওয়ার ভিডিওটি পোস্ট করা ঠিক হয়নি। বিষয়টি তুচ্ছ বলে মনে হলেও বর্তমান পরিস্থিতিতে অনেক জটিল বিষয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, নাটোরের বনপাড়া পৌরসভার মেয়র জাকির হোসেনের ছোট ভাই উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিল্লুর হোসেন জিন্নাহর জন্মদিনে শুভেচ্ছা জানাতে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন তার ভাতিজা কেএম শোভন। ভিডিওতে দেখা যায়, শোভন পিস্তল উঁচিয়ে ধরে চাচা জিন্নাহর পেছনে মোটরসাইকেলে বসে আছেন। সেই ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়ে যায়। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। পুলিশও ঘটনাটি তদন্তে মাঠে নামে।

ভিডিওটিতে দেখা যায়, বাইক চালাচ্ছেন চাচা সাবেক ছাত্রলীগ নেতা জিন্নাহ এবং তার পেছনে বসে হাতে একটি পিস্তল উঁচিয়ে প্রদর্শন করছেন ভাতিজা শোভন। ভিডিওচিত্রের সঙ্গে তিনি ক্যাপশনে লেখেন, ‘শুভ জন্মদিন চাচ্চু’। তবে বিকেলের দিকে শোভনের অ্যাকাউন্ট থেকে ওই ভিডিও ডিলিট করে দেওয়া হয়।

তাপস কুমার/এসপি