হাসপাতাল কম্পাউন্ডে ৫ হাজার ৬৪৪ লিটার তরল অক্সিজেনবাহী ট্যাংক

সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে উদ্বেগজনকহারে করোনা সংক্রমণের মুখে আক্রান্ত রোগীদের অক্সিজেন সরবরাহ স্বাভাবিক রাখতে জেলা হাসপাতালে তরল অক্সিজেন সরবরাহ করা হয়েছে। বুধবার (২ জুন) দুপুরে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল কম্পাউন্ডে ৫ হাজার ৬৪৪ লিটার তরল অক্সিজেনবাহী ট্যাংকটি প্রবেশ করে। এরপর হাসপাতালের সেন্ট্রাল সিলিন্ডারে স্থানান্তর করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মমিনুল হক ঢাকা পোস্টকে বলেন, করোনাভাইরাস ইউনিটের জন্য যে তরল অক্সিজেন গ্যাস পাওয়া গেছে, তাতে রোগীদের এখন ধারাবাহিকভাবে অক্সিজেন সেবা দেওয়া সম্ভব হবে।

তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জের অক্সিজেন সার্ভিসটি কেন্দ্র থেকে মনিটর করা হবে। অক্সিজেন শেষ হলেই আবারও চলে আসবে। এর ফলে বড় ধরনের বিপর্যয় না হলে চাঁপাইনবাবগঞ্জে অক্সিজেন সেবা অব্যাহত রাখা যাবে।

অক্সিজেন সিস্টেম চালুর ফলে জেলা হাসপাতালে অক্সিজেন সমস্যার সমাধান হলো। প্রতিদিন ৫০ জন রোগীকে নিরবচ্ছিন্নভাবে অক্সিজেন দেওয়া সম্ভব হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদান করা এই লিকুইড মেডিকেল অক্সিজেন ট্যাংকে ৫ হাজার ৬৪৪ লিটার অক্সিজেন রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের রোগীদের নিরবচ্ছিন্নভাবে অক্সিজেন দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই অক্সিজেন শেষ হওয়ার আগেই আবারও অক্সিজেন সরবরাহ কর্তৃপক্ষ বিষয়টি জানতে পারবেন এবং লিকুইড মেডিকেল অক্সিজেন ট্যাংকে অক্সিজেন সরবরাহ করবেন।

ফলে চাঁপাইনবাবগঞ্জের মানুষকে আর অক্সিজেন সমস্যায় পড়তে হবে না। লিকুইড মেডিকেল অক্সিজেন ট্যাংক চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান জেলা প্রশাসক ও হাসপাতাল কর্তৃপক্ষ।

বুধবার দুপুরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুমিনুল হক, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাদিম সরকার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএর সাধারণ সম্পাদক ডা. গোলাম রাব্বানী প্রমুখ।

জাহাঙ্গীর আলম/এমএসআর