কিশোর গ্যাংয়ের হামলায় চেয়ারম্যানের ছেলে নিহত, কাউন্সিলর আটক
নিহত প্রবাল
কিশোরগঞ্জের ভৈরবে কিশোর গ্যাংয়ের বিরোধে ইউপি চেয়ারম্যানের ছেলে স্কুলছাত্র আল কাবি মহিউদ্দিন ভুঁইয়া প্রবাল (১৭) খুনের ঘটনায় শহিদুল ইসলাম শিমুল নামে এক কাউন্সিলরকে আটক করেছে পুলিশ। তিনি পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর।
গত মঙ্গলবার (১ জুন) রাত সাড়ে ৯টার দিকে ভৈরব বাসস্ট্যান্ড-সংলগ্ন দুর্জয় মোড়ে এলাকার শাকিল মোটরস নামে এক দোকান থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।
বিজ্ঞাপন
নিহত প্রবাল পার্শ্ববর্তী নরসিংদীর রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ভূঁইয়ার ছেলে।
জানা গেছে, মোহাম্মদ হোসেন ভূঁইয়া ভৈরব বাসস্ট্যান্ড-সংলগ্ন দুর্জয় মোড় এলাকায় অবস্থিত মাতৃকা (প্রা.) হাসপাতালের মালিক। বর্তমানে তারা হাসপাতালের ওপর তলার বাসায় বসবাস করেন।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে দুর্জয় মোড় এলাকায় কিশোর গ্যাংয়ের মাঝে ঝগড়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসার আগেই সদস্যরা পালিয়ে যায়। এরপর লোকমুখে খবর ছড়িয়ে পড়ে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম শিমুলের চাচাতো ভাই অন্তরসহ কয়েকজন কিশোর রক্তমাখা কাপড় নিয়ে দৌড়ে পালিয়ে গেছে।
পরে পুলিশ রাত সাড়ে ৮টার দিকে আবারও ঘটনাস্থলে এসে শাকিল মোটরসের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখতে পায় প্রবালের লাশ দেয়াল ঘেঁষে পড়ে আছে। লাশের সঙ্গে একটি খালি বস্তাও পায় পুলিশ।
ধারণা করা হচ্ছে হত্যাকারীরা লাশটি গুম করতে এ বস্তা এনেছিল। লাশ গুম করতে না পেরে হত্যাকারীরা রক্তমাখা কাপড় নিয়ে পালিয়ে যায়। নিহতের পরিবারের সদস্যরা রাত পৌনে ৯টায় খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করে।
নিহতের বড় ভাই শৈবাল জানান, আমার ছোট ভাই এবার এসএসসি পাস করে কলেজে ভর্তির অপেক্ষায় ছিল। সে আজ বিকেলে বাসা থেকে বের হওয়ার পর আর ফেরেনি। রাতে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি ভাইয়ের লাশ পড়ে আছে।
পরে পুলিশ রাত ১০টার পর লাশটি উদ্ধার করে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ পাঠায় এবং বিকেলে গ্রামের বাড়িতে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
ভৈরব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন জানান, গতকাল মঙ্গলবার প্রবাল হত্যার ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। তবে যে এলাকায় ওই ঘটনা ঘটেছে তা স্থানীয় কাউন্সিলর শহিদুল ইসলাম শিমুলের মিষ্টান্ন ভাণ্ডারের দোকানের পেছনে। এ কারণেই জিজ্ঞাসাবাদের জন্য কাউন্সিলর শিমুলকে আটক করা হয়েছে।
এসকে রাসেল/এমএএস