নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের ব্যানারে সোনারগাঁয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। সোমবার (২১ এপ্রিল) সকাল ৭টার দিকে কাঁচপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিছিল করেন তারা। 

গত বছরের ৫ আগস্টের পর সোনারগাঁয়ে এটাই আওয়ামী লীগের প্রথম কোনো কর্মসূচি পালিত হলো। এরই মধ্যে ঝটিকা মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, ৫ এপ্রিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের অনলাইন যোগাযোগ মাধ্যম ‘টেলিগ্রামে’ সংলাপ হয়। তার নির্দেশনা অনুসারে আজ সকালে কাঁচপুর মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের ব্যানারে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, একদল নেতাকর্মী ব্যানার নিয়ে কাঁচপুর এলাকায় বিক্ষোভ করছেন। ওই বিক্ষোভ থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।  

জেলা আওয়ামী লীগের কেউ এ নিয়ে কথা বলতে রাজি হয়নি। সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাদের নির্দেশনা ছিল মিছিলে পরিচিত কোনো মুখ থাকবে না। এ কারণে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অপরিচিত মুখের নেতাকর্মীদের দিয়ে মিছিল করানো হয়েছে।

এ ব্যাপারে সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুর রহমান বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে বলে শুনছি। সকালের দিকে হওয়ায় সে সময় রাস্তাঘাট অনেকটা ফাঁকা ছিল। পুলিশ মিছিলকারীদের আটক করতে তৎপর আছে।

মীমরাজ হোসেন/আরএআর