কালাইয়ের পর ধামরাইতেও অস্ত্রের মুখে জিম্মি করে তেলের ট্রাক ছিনতাই
ঢাকার ধামরাইয়ে চলন্ত ট্রাক থামিয়ে চালক ও হেলপারকে অস্ত্রের মুখে জিম্মি করে তেল ভর্তি ট্রাক লুট করে পালিয়েছে ছিনতাইকারী চক্রের সদস্যরা। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার অস্ত্রের আঘাতে আহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে ধামরাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঢাকা পোস্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- বাসের চালক শ্যামল কুমার বিশ্বাস (৫৫) ও হেলপার মাসুদ (৫০)।
বিজ্ঞাপন
এর আগে একইদিন বিকেলে জয়পুরহাটের কালাই পৌরশহরের পূর্ব সড়াইলে ময়লার ভাগাড়ে চালক ও হেলপার ফেলে রেখে সয়াবিন তেল বোঝাই ট্রাক নিয়ে পালিয়েছে ছিনতাইকারিরা।
অভিযোগ সূত্রে জানা যায়, চালক শ্যামল গতকাল দুপুর ৩টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার কামাল অয়েল মিলস লিঃ কারখানার থেকে ৭৫ ড্রাম বাটার ফ্লাই পাম অয়েল নিয়ে পাবনার উদ্দেশ্যে রওনা হয়। এসময় ট্রাকটি রাত দেড়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামাইয়ে বালিথা এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি পিকআপ ট্রাকের গতিরোধ করে। এসময় পিকআপে থাকা চারজন ছিনতাইকারি ট্রাকের চালক ও হেলপারকে দেশীর অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাক থেকে নামিয়ে নিয়ে আসে। এসময় পিকআপে থাকা ছিনতাইকারী চক্রের এক সদস্য ট্রাকটি চালিয়ে অন্যস্থানে পালিয়ে যায়। তখন ট্রাকের চালক ও হেলপারকে চোখ বেঁধে পিকআপে তুলে নেন ছিনতাইকারীরা। পরে রাত আড়াইটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা এলাকায় চালক ও হেলপারকে ফেলে রেখে যায় তারা। এরপরে স্থানীয়রা আহত অবস্থায় চালক ও হেলপারকে দেখতে পেয়ে জরুরি সেবাদানকারী নাম্বার ‘৯৯৯’ কল করে। পরে পুলিশ এসে চালক ও হেলপারকে উদ্ধার করে চিকিৎসার জন্য ধামারাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হামপাতালে নিয়ে আসে।
এ ঘটনায় ধামরাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, তেলসহ ট্রাক লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডিবি পুলিশের দুটি টিম ও থানা পুলিশের দুই টিম কাজ করছে। যতদ্রুত সম্ভব দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
বিজ্ঞাপন
লোটন আচার্য্য/এমএএস