বরিশালের উজিরপুরে দাখিল পাস করে এমবিবিএস পদবি ব্যবহার করে রোগীদের চিকিৎসা দেওয়ার অভিযোগে রেজাউল করিম নামে এক ‘ভুয়া চিকিৎসক’কে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার সাতলা ইউনিয়নের পশ্চিম সাতলা গ্রামে এই অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান।

তিনি বলেন, অভিযুক্ত রেজাউল ইসলাম ভারতের একটি প্রতিষ্ঠান থেকে চিকিৎসা বিজ্ঞানে লেখাপড়া করেছেন বলে যে সনদ দেখিয়েছেন তার কোনো বৈধতা নাই। যেহেতু তার এমবিবিএস পাস সার্টিফিকেট নাই তারপরও তিনি রোগীর চিকিৎসা করছেন, প্রেসক্রিপশন করছেন—এটা আইনত দণ্ডনীয়। তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এর আগে, ২৭ এপ্রিল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুমি রানী মিত্র পরিচালিত অভিযানে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, রেজাউল ইসলাম নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে মায়ের দোয়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করতেন। সেখানে অনেকে ভুল চিকিৎসার শিকার হয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দণ্ডপ্রাপ্ত রেজাউল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সৈয়দ মেহেদী হাসান/এএমকে