সাতক্ষীরায় সাত দিনের লকডাউন ঘোষণার পর ভোমরা স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রমে সময়ের পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষ আমদানি-রফতানি পণ্যবাহী ট্রাকের আগমন ও বহির্গমনের সময়সীমা নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরি সভায় শনিবার (৫ জুন) সকাল ৬টা থেকে জেলায় সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়েছে। দেশের আর্থ সামাজিক ও অথনৈতিক অবস্থা বিবেচনায় ভোমরা স্থলবন্দরের কার্যক্রম চলমান থাকবে। তবে পণ্যবাহী ট্রাকগুলোর আগমন ও বহির্গমনের জন্য সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হল।

ভোমরা স্থলবন্দরের উপপরিচালক মনিরুল ইসলাম জানান, জেলার সার্বিক অবস্থা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লকডাউনের মধ্যেও ভোমরা বন্দরের কার্যক্রম চলবে। তবে আমদানি-রফতানি কার্যক্রমকে সীমিত করা হয়েছে।

ভোমরা স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাছিম বলেন, করোনা পরিস্থিতির মধ্যে বর্তমানে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আমদানি-রফতানি কার্যক্রম চলছিল। তবে জেলায় লকডাউন ঘোষণার পর সময়সীমা আরও কমিয়ে আনা হয়েছে। শনিবার থেকে ঘোষিত সিদ্ধান্তে আমদানি-রফতানি কার্যক্রম চলবে।

বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে সাতক্ষীরা জেলা করোনা প্রতিরোধ কমিটির সভা শেষে সাতক্ষীরায় আট দিনের লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।

আকরামুল ইসলাম/এমএসআর