দৃষ্টিপ্রতিবন্ধী নাজমাকে ঘর দিল চাঁদপুর আ.লীগ
চাঁদপুরে অন্ধ নাজমাকে ঘর হস্তান্তর
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারী দুলালের সহায়তায় নেতারা অসহায়, অন্ধ, প্রতিবন্ধীদের মাঝে গৃহনির্মাণের মাধ্যমে সহযোগিতা করে যাচ্ছেন।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে চাঁদপুর সদর উজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের স্বামী পরিত্যক্তা অন্ধ নাজমাকে গৃহনির্মাণ করে দিল চাঁদপুর জেলা আওয়ামী লীগ।
বিজ্ঞাপন
অনুষ্ঠান বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারী দুলাল, জেলা প্রশাসনের পক্ষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান।
অন্ধ নাজমাকে ঘর হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, শ্রমবিষয়ক সম্পাদক নূরুল ইসলাম মিয়াজী, চাঁদপুর রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি ও জাতীয় শ্রমিক লীগ চাঁদপুর জেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান।
বিজ্ঞাপন
সভাপতি নাছির উদ্দিন আহমদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু চেয়েছিলেন একটি সুন্দর সোনার বাংলাদেশ। তাই এ বাংলাদেশে কেউ গৃহহীন থাকতে পারেন না। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহনির্মাণ কর্মসূচি হাতে নিয়েছেন।
আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রব ভূঁইয়া, আব্দুর রশিদ সর্দার, আইনবিষয়ক সম্পাদক রুহুল আমিন, দফতর সম্পাদক শাহ আলম মিয়া, সাবেক শ্রমবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, চাঁদপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহায়ক সফিক গাজী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খোরশেদ আলম হাওলাদার।
শরীফুল ইসলাম/এমএসআর