ভুট্টা ক্ষেতে গাঁজা চাষ, দুই যুবক আটক
ঝালকাঠির নলছিটিতে ভুট্টা ক্ষেতে গাঁজা চাষের অভিযোগে দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে বিভিন্ন আকারের ১৪টি গাঁজা গাছ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) বিকেলে উপজেলার ফুলহরি গ্রামে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি উপজেলার ৮নং সিদ্ধকাঠি ইউনিয়নের ফুলহরি গ্রামের একটি ভুট্টা ক্ষেতে অভিযান চালিয়ে ১৪টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে মো. জুয়েল হাওলাদার (৩২) ও মো. হৃদয় মোল্লা (১৯) নামের দুইজনকে আটক করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাঁজা চাষের কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মো. শাহীন আলম/এমজে