কলাপাড়ায় রাবনাবাদ নদী থেকে নারীর লাশ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় রাবনাবাদ নদী থেকে অজ্ঞাত এক নারীর (৫৫) লাশ উদ্ধার করেছে পায়রা বন্দর নৌ-পুলিশ। গতকাল উপজেলার লালুয়া ইউনিয়নের বুরুজালিয়া গ্রাম সংলগ্ন নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মরদেহের শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না।
বিজ্ঞাপন
জোয়ারের স্রোতে লাশটি ভেসে আসতে পারে বলে স্থানীয়দের ধারণা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পায়রা বন্দর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাওসার গাজী বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। কীভাবে মৃত্যু হয়েছে সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না।
এসএম আলমাস/এনএফ