খুলনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৬ মে) রাত পৌনে ৯টার দিকে খুলনার নিউমার্কেট এলাকার ১০ তলা বিল্ডিংয়ের পেছনে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

খুলনা রেলওয়ে পুলিশ সদর ফা‌ড়ির ইনচার্জ এসআই মো. জাহাঙ্গীর আলম বলেন, সীমান্ত এক্সপ্রেসের এক‌টি ট্রেন ওয়াস ফিড থেকে স্টেশনে আসার সময় ৪ নং পয়েন্টে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত যুবকের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। রাত হওয়ায় কীভাবে ওই যুবক ট্রেনে কাটা পড়ল তা নিশ্চিত করে বলা সম্ভাব হয়‌নি।

রেলও‌য়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফের‌দৌস আলম খান বলেন, যুবকের বয়স ২৮ থে‌কে ৩০ হবে। প্রাথ‌মিকভাবে তার প‌রিচয় শনাক্ত করা যায়‌নি। তবে প‌রিচয় নি‌শ্চিত করতে সিআইডি এবং পিবিআই পু‌লিশকে খবর দেওয়া হয়েছে। তারা প্রযু‌ক্তি ব‌্যবহারের মাধ‌্যমে নিহত যুবকের প‌রিচয় নি‌শ্চিত কর‌বেন।

মোহাম্মদ মিলন/এমএসএ