ময়মনসিংহের ভালুকায় যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রীবাহী একটি বাস দাঁড় করিয়ে সমাধান করছিলেন চালক ও সহযোগীরা। এমন সময় হঠাৎ পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক এসে ধাক্কা দেয় বাসটিকে। আর তাতেই প্রাণ হারান বাসের এক যাত্রী ও ট্রাকটির চালক।

বৃহস্পতিবার (৩ জুন) ভোরে উপজেলার হাজির বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহতরা হলেন বাসযাত্রী জামালপুরের দেওয়ানগঞ্জের লঙ্গারচর এলাকার মাজম আলীর ছেলে শফিকুল ইসলাম (৩৬) ও ট্রাকচালক নড়াইলের বাবু মোল্লার ছেলে ইয়াকুব মোল্লা (৩৩)।

বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকার ভরাডুবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মশিউর রহমান। তিনি বলেন, জামালপুরের সানন্দবাড়ি থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বাসটির যান্ত্রিক ত্রুটির কারণে ওই এলাকায় তা দাঁড় করিয়ে ঠিক করা হচ্ছিল।

তিনি আরও বলেন, এ সময় ওই ট্রাকটি ধাক্কা দিলে বাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান যাত্রী শফিকুল। পরে আহত আরও তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ওই ট্রাকচালকের মৃত্যু হয়।
দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করা হয়।

উবায়দুল হক/এমএমআর