ইউএনও প্রত্যাহারের দাবিতে ছাত্রজনতার লংমার্চ, বদলির আশ্বাস
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মফিজুর রহমানকে অপসারণের দাবিতে লংমার্চ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী ও এলাকাবাসী।
একদফা দাবিতে আয়োজিত এই কর্মসূচি শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনওকে ১০ কার্যদিবসের মধ্যে বদলির আশ্বাস দেওয়া হয়েছে। প্রশাসনের প্রতিশ্রুতি পাওয়ার পর আন্দোলনকারীরা আপাতত কর্মসূচি স্থগিত করেছেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৮ মে) দুপুরে জেলা বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে স্থানীয় ছাত্রজনতা উপজেলার চালবন এলাকা থেকে একটি লংমার্চ শুরু করে। বিক্ষুব্ধ জনতা মিছিল সহকারে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নিয়ে স্লোগানে স্লোগানে উত্তাল করে তোলে প্রশাসনিক চত্বর। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম এবং অতিরিক্ত পুলিশ সুপার। বৈঠক শেষে অতিরিক্ত জেলা প্রশাসক জানান, আগামী ১০ কার্যদিবসের মধ্যে বিশ্বম্ভরপুর ইউএনওকে বদলির ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন
প্রশাসনের এমন আশ্বাসে আপাতত আন্দোলন স্থগিত করেন আন্দোলনকারীরা। তবে তারা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত কার্যকর না হলে ফের কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এর আগে, গত ৪ মে উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে ছাত্রজনতা মানববন্ধন করে। সেদিন মানববন্ধন চলাকালে ইউএনওর সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগও ওঠে, এতে কয়েকজন আন্দোলনকারী আহত হন। সেই ঘটনার পর থেকেই ইউএনওর প্রত্যাহারের একদফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছে ছাত্রজনতা।
তামিম রায়হান/এমএএস