সুনামগঞ্জ সদর হাসপাতাল

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ফুটবল খেলা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আব্দুল আউয়াল খাঁন নামে একজন নিহত ও উভয়পক্ষের কমপক্ষের ২৫ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার (৪ জুন) দুপুরে উপজেলার চিকারকান্দি গ্রামে এই সংঘর্ষের ঘটনা।

জানা যায়, দক্ষিণ সুনামগঞ্জের চিকারকান্দি গ্রামে দুইদিন আগে চিকারকান্দি ইলেভেন ব্রাদার্স ও চিকারকান্দি বাজার ক্লাবের মধ্যে ফুটবল খেলা হয়। খেলা শেষে দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

এই ঘটনার জের ধরে দুইপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। শুক্রবার জুমার নামাজ শেষে দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটি ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এ সময় উভয়পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হন। 

আহতদের মধ্যে আব্দুল আউয়াল খাঁনের অবস্থা গুরুতর ছিল। আহত অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসার সময় পথেই তিনি মারা যান।

সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম জানান, সন্ধ্যা ৬টায় আব্দুল আউয়াল খাঁনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। হাসপাতালে পৌঁছার আগেই তিনি মারা যান।

সাইদুর রহমান আসাদ/এমএসআর