গ্রেফতার আসল আসামি নুরুল আমিন ওরফে ইমাম হোসেন

পাঁচ মাস আগে ইয়াবা পাচারের মামলায় নুরুল আমিন নামে এক আসামিকে গ্রেফতার করে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ। কিন্তু তিনি আসল আসামি নন। নামের সঙ্গে মিল থাকায় তাকে পুলিশ গ্রেফতার করে। অবশেষে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে আসল রহস্য।

গোয়েন্দা পুলিশ জানায়, চলতি বছরের ২৮ এপ্রিল নাইক্ষ্যংছড়ি রাস্তার মাথা এলাকায় গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন খোরশেদ আলম নামে এক শীর্ষ ইয়াবা কারবারি। ঘটনাস্থল থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওই ঘটনায় খোরশেদকে ছিনিয়ে নেয়ার চেষ্টার অভিযোগে নাইক্ষ্যংছড়ির জারুলিয়াছড়ি এলাকার নুরুল আমিন ওরফে ইমাম হোসেনসহ (২৫) পাঁচজনকে আসামি করে মামলা করে গোয়েন্দা পুলিশ। ওই মামলায় গত জুলাই মাসে একই এলাকার নুরুল আমিনকে (২৬) গ্রেফতার করে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ। সেই থেকে কারাগারে রয়েছেন নিরীহ নুরুল আমিন।

গতকাল বুধবার (৯ ডিসেম্বর) রাতে নাইক্ষ্যংছড়ির পাহাড়ি এলাকা থেকে আসল আসামি নুরুল আমিন ওরফে ইমাম হোসেনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এরপরই পুরো ঘটনা বেরিয়ে আসে।

কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ঢাকাপোস্টকে বলেন, অনিচ্ছাকৃত ভুলের কারণে একজন নিরীহ লোক কারাগারে রয়েছেন। আসল আসামিকে গ্রেফতারের পর এমন তথ্য বেরিয়ে এসেছে। তাকে আদালতে সোপর্দ করে নিরীহ আসামিকে এই মামলা থেকে বাদ দেয়ার আবেদন করার কথাও জানান এই পুলিশ কর্মকর্তা।

আরএআর