প্রতিবেশীকে বাঁচাতে গিয়ে ভাতিজার লাথির আঘাতে লালমনিরহাট সদর উপজেলার খোদেজা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে কোহিনুর বেগম নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৪ জুন) বিকেলে লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের মধ্য হিরামানিক গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। মৃত খোদেজা বেগম ওই গ্রামের সোলায়মান আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শামসুল হক ও সোলায়মান আলী আপন ভাই। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এমতাবস্থায় শুক্রবার বিকেলে বাড়ির পেছনে নিজ জমিতে খোদেজার ছেলে মালেকের স্ত্রী মুক্তা ও তার শ্বশুর আমগাছ লাগাতে গেলে তাতে বাধা দেয় শামসুল হক।

পরে খোদেজা সবাইকে বাঁচাতে গেলে টেনেহিঁচড়ে শামসুল হকের উঠানে নিয়ে গিয়ে তার ছেলে-মেয়ে ও ছেলের বউ মিলে পায়ের আঘাতে তাকে হত্যা করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সোলায়মানের ভাতিজা মুন্নার স্ত্রী কোহিনুর বেগমকে গ্রেফতার করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার মারুফা জামান বলেন, ঘটনা জানার পর পরই পুলিশ প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নেওয়া হয়েছে। বাকি আসামিদের ধরতে মাঠে পুলিশ কাজ করছে।

নিয়াজ আহমেদ সিপন/এমএসআর