সভাপতি জুবায়ের ও সাধারণ সম্পাদক সৌরভ

শেরপুরে অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে শেরপুর অনলাইন জার্নালিস্ট ফোরাম নামে একটি সংগঠন যাত্রা শুরু করেছে। শুক্রবার (০৪ জুন) রাত ৯টায় শহরের নিউ মার্কেটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের কার্যালয়ে এ সংগঠনের কমিটি গঠন করা হয়।  

এতে শ্যামল বাংলা২৪ ডটকমের নির্বাহী সম্পাদক মোহাম্মদ জুবায়ের রহমানকে সভাপতি ও ঢাকাপোস্ট.কমের জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি জুবাইদুল ইসলাম (নিউজ২৪ বিডি ডটটিভি), সহ-সভাপতি এম সুরুজ্জামান (বিডি২৪ লাইভ ডটকম), রেজাউল করিম বকুল (লাস্টনিউজ ডটকম), মোশারফ হোসাইন (সমকালীনবাংলা ডটকম), জাহিদুল হক মনির (শেরপুরটাইমস ডটকম), যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম ইসলাম (সৃষ্টিবার্তা ডটকম), এসএম জুবায়ের (শেরপুরনিউজ২৪ ডটকম),  সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম (গণজাগরণ ডটকম ডটবিডি), সহ-সাংগঠনিক সম্পাদক রাজাদুল ইসলাম বাবু (শ্যামলীনিউজ২৪ ডটকম), কোষাধ্যক্ষ মইনুল হোসেন প্লাবন (সিএনআই বিডি ডটকম), দফতর সম্পাদক নাজমুল হোসাইন (ডেইলিজাগরণ ডটকম), প্রচার সম্পাদক শাহরিয়ার শাকির (নিউজবাংলা২৪ ডটকম), আইন বিষয়ক সম্পাদক অ্যাভোকেট তাজুমুল ইসলাম (শ্যামলবাংলা২৪ ডটকম), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হামিদুর রহমান (দেশবার্তা বিডি ডটকম), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জয়ন্ত কুমার দে (বাংলাখবর ডটকম), প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুলতান হোসাইন (কালেরডাক২৪ ডটকম), প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম রাজু (সেরাদেশ ডটকম), মহিলা বিষয়ক সম্পাদক হুমাইরা সিদ্দিকা ছিমা (চারুবার্তা২৪ ডটকম), নির্বাহী সদস্য ইমরান হাসান রাব্বী (জাগোনিউজ২৪.কম), সোহেল রানা (শেরপুরপ্রতিদিন ডটকম), শফিউল আলম লাভলু (আওয়ার নিউজ২৪ ডটকম), ইউসুফ আলী রবিন (দৈনিকপত্রিকা ডটকম), শাকিল মুরাদ (সিটিনিউজঢাকা ডটকম), কামরুজ্জামান বাদল (জনতারকণ্ঠ ডটকম) ও আসিফ শাহনেওয়াজ তুষার (শেরপুরনিউজ২৪ ডটকম)।

এছাড়াও শেরপুর প্রেসক্লাবের বর্তমান সভাপতি-সাধারণ সম্পাদক ও বিগত কমিটির সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকসহ সাতজনকে উপদেষ্টা করে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। 

জাহিদুল খান সৌরভ/আরএআর