অটোরিকশা চোরচক্রের ১০ সদস্য গ্রেফতার
সিলেট বিভাগের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সিএনজিচালিত অটোরিকশা চোরচক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ছয়টি অটোরিকশা উদ্ধার করা হয়।
শুক্রবার (০৪ জুন) দুপুরে র্যাব-৯ এর হবিগঞ্জ ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হবিগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজর সৌরভ মো. অসীম শাতিল।
বিজ্ঞাপন
গ্রেফতাররা হলেন- ল্যাংড়া তালেব (৩৫), মহিউদ্দিন (৩৪), দ্বীন ইসলাম হৃদয় (৩৬), অনুকুল রায় (২৭), মেকার মানিক (৩৪), মশিউর রহমান (৩৭), কামরুল ইসলাম (৩৫), মঈন উদ্দিন (২৮), সফিকুর ইসলাম (৩৬) ও সেলিম আহমেদ মুন্না (৩০)।
মেজর সৌরভ মো. অসীম শাতিল জানান, গত ২১ এপ্রিল সিএনজিচালিত অটোরিকশা চোরচক্রের প্রধান মো. আবু তালেবকে (৪৫) গ্রেফতার করা হয়। এরপর ৩ জুন মাধবপুর থেকে চক্রের অন্যতম সদস্য শমসু মিয়াকে (৪৫) গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে সিলেট বিভাগের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অন্যদের গ্রেফতার করেন র্যাব সদস্যরা। তাদের কাছ থেকে ছয়টি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।
মোহাম্মদ নুর উদ্দিন/আরএআর
বিজ্ঞাপন