চলন্ত পাজেরো গাড়িতে আগুন

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় চলন্ত পাজেরো গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার বাঐখোলা সিএনজি পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

তবে গা‌ড়িতে থাকা দুই ভাই  অল্পের জন‌্য প্রাণে বেঁচে গেছেন। তা‌রা হলেন- এইচএসবিসি ব্যাংকে কর্মরত শহিদুজ্জামান তপন ও তার ভাই পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শরিফুল ইসলাম। তা‌দের গ্রা‌মের বা‌ড়ি বাসাইল উপজেলার বালিনায়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বালিনা গ্রাম থেকে শহিদুজ্জামান তপন ও তার ভাই শরিফুল ইসলাম পাজেরো গাড়ি নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। গাড়িটি উপজেলার বাঐখোলা সিএনজি পাম্প এলাকায় পৌঁছালে হঠাৎ করে আগুন লেগে যায়। এ সময় গাড়ি থেকে তারা দ্রুত নেমে পড়েন। প‌রে খবর পেয়ে টাঙ্গাইল এবং বাসাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষ‌ণে পা‌জে‌রো গা‌ড়ি‌টি পু‌ড়ে যায়। 

উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি বলেন, আমার ভাতিজা এইচএসবিসি ব্যাংকে কর্মরত শহিদুজ্জামান তপন ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডে কর্মরত শরিফুল ইসলাম বাড়ি থেকে ঢাকায় ফেরার পথে তাদের পাজেরো গাড়িতে হঠাৎ করে আগুন লেগে যায়। এ সময় তারা দুজনেই গাড়ি থেকে দ্রুত নেমে যায়। এতে তাদের কোনো ক্ষতি হয়নি। ত‌বে গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে।

বাসাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ইশতিয়াক আহমেদ বলেন, রা‌তে পাজেরো গাড়িতে হঠাৎ করেই আগুন লেগে যায়। পরে খবর পেয়ে বাসাইল ও টাঙ্গাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে- গা‌ড়ির ক্লাচ প্লেট ক্ষ‌তিগ্রস্ত হ‌য়ে যাওয়ায় ঘর্ষণের ফলে গাড়িতে আগুনের সূত্রপাত হয়।

আরএআর