সিলেটের জকিগঞ্জ উপজেলার আটগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশে পুশ-ইন করেছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

বুধবার (১৪ মে) সকালে বিজিবি ১৯ ব্যাটালিয়নের অন্তর্ভুক্ত কানাইঘাটে দায়িত্বরত একটি টহল দল তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ৮ জন পুরুষ, ৬ জন নারী ও ২ জন শিশু রয়েছেন।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এ সময় জকিগঞ্জের আটগ্রাম সীমান্ত পয়েন্ট দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ওই ১৬ জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সবাই বাংলাদেশের নাগরিক।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি ১৯) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে ১৯ বিজিবির আওতাধীন সব সীমান্তে নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। তিনি বলেন, আজ যাদের পুশ-ইন করা হয়েছে, তাদের পরিচয় যাচাই-বাছাই চলছে। প্রাথমিক নিশ্চিতকরণ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাসুদ আহমদ রনি/এএমকে