পরিবেশ দূষণ ও কৃষিজমি দখলের অভিযোগে হ্যাচারিকে ২ লাখ টাকা জরিমানা
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচরে অবস্থিত ভিক্টর ভিলেজ নামের একটি হ্যাচারির বিরুদ্ধে পরিবেশ দূষণ এবং কৃষি জমি দখলের অভিযোগে যৌথ অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময় পরিবেশ দূষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২ লাখ টাকা জরিমানা করা হয়।
বুধবার (১৪ মে) দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসন ও গোয়ালন্দ উপজেলা প্রশাসন যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আহমেদ।
বিজ্ঞাপন
জানা গেছে, গত ৮ মে উজানচর ইউনিয়নের মইজউদ্দিন মন্ডল পাড়া এলাকার বাসিন্দারা ভিক্টর ভিলেজ নামের ওই হ্যাচারির বিরুদ্ধে পরিবেশ দূষণ, আবাদি জমি ধ্বংস, বসতভিটা দখলের অভিযোগ করা হয়। তারা গণস্বাক্ষর করে লিখিত অভিযোগটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, কৃষি কর্মকর্তার কাছে দেন। অভিযোগের অনুলিপিটি ৩০টি দপ্তরে প্রেরণ করা হয়।
স্থানীয় আব্দুর রব বলেন, ভিক্টর ভিলেজের কারণে অনেক আবাদি জমি চাষের অনুপযোগী হয়ে পড়েছে। এমনকি নামমাত্র মূল্যে জমি বিক্রি করতে বাধ্য করা হয়। ভিক্টর ভিলেজের মালিক রুহুল আমিনের আপন ছোট ভাই নুরুল আমিন (অর্নব ফার্টিলাইজার মালিক) একইভাবে দীর্ঘদিন ব্যাবসা করায় গত ১৫ মার্চ রাজবাড়ী সদর উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে জরিমানা করে প্রতিষ্ঠান বন্ধ করেছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান বলেন, ভিক্টর ভিলেজ লিমিটেডের মালিক রুহুল আমিন বহু কৃষি আবাদি জমি দখল করে আটটি মুরগির শেড করেছেন। এ কারণে অনেক আবাদি কৃষি জমি বেদখল হয়ে গেছে। যেটা আইন সম্মত নয়।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আহমেদ বলেন, ভিক্টর ভিলেজের বিরুদ্ধে মুরগির বিষ্ঠা এবং মরা মুরগি হতে দুর্গন্ধ সৃষ্টি হয়ে পরিবেশ বিপর্যয় প্রমাণিত হওয়ায় এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সন্তোষজনক না হওয়ায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ বিধিমালা ২০২১ অনযায়ী ২ লাখ টাকা জরিমানা করা হয়। এরপরও সংশোধন না হলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানে পরিবেশ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হারুন-অর-রশিদ, গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।
মীর সামসুজ্জামান সৌরভ/এএমকে