লোহা চুরির টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাত, প্রাণ গেল যুবকের
নারায়ণগঞ্জের জিমখানা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহাদাত (৩২) নামে এক যুবক নিহতের ঘটনা ঘটেছে। নিহত শাহাদাত মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
বুধবার (১৪ মে) রাত ১১টায় জিমখানা এলাকার শেখ রাসেল পার্কে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাছির আহমদ। তিনি জানান, নিহত যুবক একজন ছিনতাইকারী ও মাদকসেবী। তার নামে ৮টি মামলা রয়েছে।
তিনি আরও জানান, লোহা চুরির টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ডটি হয়েছে। আমরা হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করছি।
বিজ্ঞাপন
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্বৃত্তরা শাহাদাতকে ছুরিকাঘাত করলে প্রাণে বাঁচার জন্য রাস্তায় এসে বলে-আমাকে বাঁচান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভিক্টোরিয়া হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মেহেদী হাসান সৈকত/এমএ