সাবেক এমপি চয়ন-কবিতাসহ আ.লীগের ১৯৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
দীর্ঘ ৯ মাস পরে সিরাজগঞ্জের শাহজাদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম, মেরিনা জাহান কবিতা, পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদীসহ আওয়ামী লীগের ৭৬ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা হয়েছে। এ ছাড়া মামলায় অজ্ঞাত আরও ১০০ থেকে ১২০ জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) রাত ৮টা ৩০ মিনিটে শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে, পোতাজিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হামিদুর রহমান তুষার বাদী হয়ে গত সোমবার (১২ মে) বিস্ফোরকদ্রব্য আইনে শাহজাদপুর থানায় মামলাটি দায়ের করেন।
গ্রেপ্তার চারজনের মধ্যে পরিচিত বা উল্লেখযোগ্য কোনো নেতাকর্মী আছেন কিনা—এমন প্রশ্নে এই পুলিশ কর্মকর্তা বলেন, সেরকম উল্লেখযোগ্য কেউ নেই।
বিজ্ঞাপন
মামলার বিবরণ অনুযায়ী, গত বছরের ৪ আগস্ট ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ চলাকালে ছাত্র-জনতার একটি মিছিল করতোয়া ব্রিজ এলাকায় গেলে অভিযুক্তরা মিছিলে বাধা দেন। মিছিলকারীরা বাধা উপেক্ষা করে এগোতে চাইলে চয়ন ইসলামের নেতৃত্বে হামলা চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। হামলায় হামিদুর রহমান তুষারসহ অনেকে আহত হন এবং পরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এজাহারে উল্লেখ থাকা আসামিদের মধ্যে রয়েছেন—চয়ন ইসলামের বোন সাবেক সংসদ সদস্য মেরিনা জাহান কবিতা, তার ছেলে সুমগ্ন করিম, পৌর মেয়র তরু লোদী, উপজেলা আওয়ামী লীগের নেতা শেখ কাজল, সাইফুল ইসলাম, মোস্তাক আহমেদ, সালাম ব্যাপারী, মনসুর মোল্লা, সালাম ফকির এবং যুবলীগের কেন্দ্রীয় নেতা সাজ্জাদ হায়দার লিটন ও আশিকুর হক দিনার প্রমুখ।
এই বিস্ফোরক মামলা হওয়ার রাতে সোমবার সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক এমপি মেরিনা জাহান কবিতার ছেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য সুমন করিমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
এ বিষয়ে শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী ঢাকা পোস্টকে বলেন, সুমনের নামে তিনটি মামলা রয়েছে আমাদের থানায়। ঢাকাতেও তার নামে মামলা আছে। আপাতত সে ঢাকার একটি মামলার আসামি হিসেবে ডিবি হেফাজতে আছেন। শাহজাদপুর থানার কোনো একটা মামলা আসামি হিসেবে তাকে আমাদের হেফাজতে আনা হবে।
মো. নাজমুল হাসান/এএমকে