বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু, বাঁচাতে গিয়ে প্রাণ গেল আরেকজনের
ফাইল ফটো
সাতক্ষীরা সদর উপজেলার আলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে মাহমুদপুর উত্তর মাঠে এ দুর্ঘটনা ঘটে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক রাতে বিষয়টি নিশ্চিত করেন।
মৃত দু’জন হলেন- আলিপুর মাঝ কারিকারপাড়ার মৃত আকছেদ কারিকারের ছেলে এমাদুল কারিকার (৬০) এবং মাহমুদপুর গ্রামের হাসান বড় মিয়ার ছেলে ইসমাইল হোসেন (৩৪)।
পারিবারিক সূত্রে জানা যায়, এমাদুল কারিকার গত ৪-৫ বছর ধরে মাহমুদপুর উত্তর মাঠে ৪ বিঘা জমি লিজ নিয়ে ধান ও সাদা মাছের চাষ করতেন। তিনি জমিতে পানি দেওয়ার জন্য একটি বৈদ্যুতিক মোটর স্থাপন করেন।
দুপুরে ওই মোটরের বিদ্যুতের আর্থিং তারে হাত দিলে এমাদুল কারিকার বিদ্যুৎস্পৃষ্ট হন। পাশে থাকা ইসমাইল হোসেন তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
বিজ্ঞাপন
ইব্রাহিম খলিল/আরকে
বিজ্ঞাপন