ঘটনাস্থলে কাজ করছে পুলিশ

ভোরের আলো ফুটতেই গরুর জন্য ঘাস কাটতে বের হয়েছিলেন মাসুম (১৬) ও মানিক (২৫) নামে দুই রাখাল। একটি সেতুর ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন তারা। হঠাৎ পেছন থেকে এসে তাদের চাপা দেয় বালুভর্তি একটি ড্রামট্রাক। এতে মুহূর্তেই ঝরে যায় দুই প্রাণ।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানায় সোমবার (৭ জুন) ভোর ৬টার দিকে মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত মাসুম পাঁচবাগ ইউনিয়নের খুরশিদমহল গ্রামের নূর হোসেনের ছেলে ও মানিক একই এলাকার শহীদ মিয়ার ছেলে। 

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান বলেন, সকালে ওই দুই তরুণ গফরগাঁও-হোসেনপুর সড়ক দিয়ে ব্রহ্মপুত্র নদের অপর পাড়ে গরুর ঘাস কাটতে যাচ্ছিলেন। খুরশিদমহল ব্রিজের ওপর আসতেই পেছন থেকে দ্রুতগতিতে আসা কিশোরগঞ্জগামী বালুবাহী ড্রামট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের নিহত হয়। 

ওসি আরও বলেন, নিহতরা গরুর লালন-পালন ও কৃষিকাজ করত। মরদেহ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একইসঙ্গে ঘটনাস্থলের একটু সামনে থাকা সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।

উবায়দুল হক/এমএসআর