মোল্লাহাটে জমি নিয়ে বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১
বাগেরহাটে মোল্লাহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আজিজুল চৌধুরী (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
শনিবার (৭ জুন) সন্ধ্যায় মোল্লাহাট উপজেলার সিংগাতি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত আজিজুল চৌধুরী মোল্লাহাট উপজেলা সিংগাতি গ্রামের মোশারফ চৌধুরীর ছেলে।
আহতদের মোল্লাহাট, খুলনা ও গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, উপজেলার সিংগাতি গ্রামের এরশাদ চৌধুরীর লোকদের সঙ্গে তার ভাইয়ের ছেলে মাসুম চৌধুরীদের জমিজমা ও আধিপত্য নিয়ে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষের সূত্রপাত ঘটে। উভয়পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে তিনজনকে গোপালগঞ্জ হাসপাতালে নেওয়া হলে আজিজুল চৌধুরী নামে এক ব্যক্তি মারা যান। নিহত আজিজুল এরশাদ চৌধুরীর পক্ষের লোক বলে জানা গেছে।
ওসি আরও জানান, সংঘর্ষের খবর পাওয়ার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকায় পরিস্থিতির শান্ত রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
শেখ আবু তালেব/এমএ