সাদাপাথর যেন পর্যটকদের চুম্বক, ঈদের তৃতীয় দিনেও ভিড়
ঈদের তৃতীয় দিনেও সিলেটের কোম্পানীগঞ্জের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদাপাথরে পর্যটকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসা মানুষদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে এলাকাটি।
সোমবার (৯ জুন) পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব কিংবা প্রিয়জনদের নিয়ে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই স্থানটিতে ছুটে আসেন হাজারো মানুষ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধলাই নদীর পাড়ে সময় কাটিয়েছেন তারা। তাদের এখানে আসার মূল চুম্বক আকর্ষণ হচ্ছে সাদাপাথর।
বিজ্ঞাপন
সাদাপাথর ঘিরে ধলাই নদীর স্বচ্ছ জলরাশি, সাদা পাথরের সারি, আর সবুজ পাহাড় একত্রে গড়ে তুলেছে অপূর্ব এক প্রাকৃতিক দৃশ্যপট। এমন শান্তিপূর্ণ পরিবেশে ঈদের ছুটির আনন্দ খুঁজে পেয়েছেন অনেকেই। পাহাড়ঘেরা পরিবেশ আর নদীর ঠান্ডা পানির ছোঁয়া সাদাপাথরকে আরও জীবন্ত করে তোলে। নদীর পাড় ঘেঁষে বসে থাকা কিংবা পাথরের ওপর হাঁটাহাঁটি করতেই এখানে মানুষ ফিরে পান প্রকৃতির একান্ত সান্নিধ্য।
নোয়াখালী থেকে আসা আবিদা সুলতানা বলেন, সাদাপাথরের প্রাকৃতিক সৌন্দর্য মনকে আলাদা প্রশান্তি দেয়। এখানে এসে প্রকৃতির এত কাছাকাছি থাকতে পেরে ঈদের আনন্দ আরও গভীরভাবে অনুভব করেছি। সিলেট আসলেই অনেক সুন্দর।
বিজ্ঞাপন
চট্টগ্রাম থেকে আসা রমেশ সেন বলেন, ছবিতে যেমনটা দেখেছি, বাস্তবে তার চেয়েও অনেক বেশি সুন্দর সাদাপাথর। পাহাড়, নদী আর পাথরের সমন্বয়ে এক দারুণ দৃশ্যপট তৈরি হয়েছে এখানে।
স্থানীয় অনেকে নিয়মিতই এই স্থানে সময় কাটাতে আসেন। ঈদের ছুটিতে তাদের আনন্দ আরও বহুগুণে বাড়িয়ে তোলে প্রকৃতির এই মুক্ত প্রান্তর।
সিলেট শহর থেকে আসা আব্দুল্লাহ বাকী বলেন, প্রায়ই আসা হয়, কিন্তু ঈদের সময় সাদাপাথরের আলাদা একটা আমেজ থাকে। বন্ধুদের সঙ্গে দারুণ সময় কাটছে। নিরাপত্তাও বেশ ভালো।
পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে কোম্পানীগঞ্জে দায়িত্বপ্রাপ্ত ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক অভিরঞ্জন দেব ঢাকা পোস্টকে বলেন, আজ ঈদের তৃতীয় দিনেও পর্যটকদের উপচেপড়া ভিড় ছিল সাদাপাথরে। ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে আমাদের একাধিক টিম মাঠে কাজ করছে। নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছি।
সাদাপাথরে ঈদকেন্দ্রিক পর্যটকদের ভিড় প্রসঙ্গে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুনন্নাহার ঢাকা পোস্টকে বলেন, সাদাপাথর এখন দেশের অন্যতম পর্যটন গন্তব্য হয়ে উঠেছে। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় নিবিড় তদারকি রাখছি। পর্যটনবান্ধব পরিবেশ তৈরিতে স্থানীয় প্রশাসন সচেষ্ট রয়েছে এবং পর্যটকদের আন্তরিক সহযোগিতা আমাদের অনুপ্রাণিত করছে।
এমএ