নির্মাণাধীন রাস্তায় পড়েছিল ৩ গ্রেনেড, নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী
জামালপুরের সরিষাবাড়ীতে নির্মাণাধীন রাস্তায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া তিনটি হ্যান্ড গ্রেনেড নিষ্ক্রিয় করা হয়েছে। মঙ্গলবার (১০ জুন) দুপুরে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা গ্রেনেডগুলো বিস্ফোরণের মাধ্যমে নিস্ক্রিয় করেন।
এর আগে, সোমবার বিকেলে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চরআদ্রা এলাকার পতিত জমি থেকে গ্রেনেডগুলো উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
জানা গেছে, সরিষাবাড়ীর সাতপোয়া ইউনিয়নের চরআদ্রা এলাকায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের রাস্তার নির্মাণকাজ চলছিল। ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা মো. হারুন অর রশিদের পতিত জমিতে এস্কেভেটর (খনকযন্ত্র) দিয়ে মাটি কাটার সময় তিনটি হ্যান্ড গ্রেনেড দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ সরিষাবাড়ীর তারাকান্দি আর্মি ক্যাম্পকে জানায়।
মঙ্গলবার ঘাটাইলের শহীদ সালাউদ্দিন সেনানিবাসের মেজর মারুফের নেতৃত্বে বোম্ব ডিসপোজাল ইউনিটের ১০ সদস্যের একটি দল ঘটনাস্থলে আসে। পরে দুপুর ১টার দিকে তারা গ্রেনেডগুলো বিস্ফোরণের মাধ্যমে নিস্ক্রিয় করা হয়।
বিজ্ঞাপন
উদ্ধারকৃত হ্যান্ড গ্রেনেড তিনটি ১৯৭১ সালের হয়ে থাকতে পারে বলে ধারণা করছে বোম্ব ডিসপোজাল ইউনিট।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বলেন, সোমবার তিনটি হ্যান্ড গ্রেনেড উদ্ধারের পর আজ মঙ্গলবার দুপুরে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট একটি ফাঁকা জায়গায় সেগুলো সফলভাবে নিষ্ক্রিয় করেছে।
মুত্তাছিম বিল্লাহ/এএমকে